Sweater is a 2019 Bengali language movie directed by Shieladitya Moulik. Aj Amar Akashsong from this Ishaa Saha, June Maliah, and Sreelekha Mitra starrer Sweater, is composed by the music director Ranajoy Bhattacharjee. Ranajoy Bhattacharjee has provided the Lyrics for this song: Aj Amar Akash, while Rupankar Bagchi has provided the voice. Below in this article you can find the details of Aj Amar Akash song lyrics in Bengali language(s).
Movie: | Sweater |
Song Title: | Aj Amar Akash |
Movie Director : | Shieladitya Moulik |
Music Director: | Ranajoy Bhattacharjee |
Singer(s): | Rupankar Bagchi |
Lyrics By: | Ranajoy Bhattacharjee |
Languages: | Bengali |
Aj Amar Akash Video Song from Sweater movie
Aj Amar Akash Video Song from Sweater is well received by the Audience. The Video Song has reached more than 321 K views since the song is uploaded on YouTube.
Innovative Music has the original ownership of the Video Song, hence copying this Video song in any form is considered Copy Right Violation.
Aj Amar Akash Song Lyrics in Bengali
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে,
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে,
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
তবু তোমার আকাশ, বৃষ্টি আঁকে,
পথে শিশির ভেজা গন্ধ মাখে।
আজ তোমার আকাশ বৃষ্টি আঁকে,
পথে শিশির ভেজা গন্ধ মাখে,
মৃত শহরতলির বাঁকে বাঁকে, আঁকে বাঁকে।
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে।
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
কেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি,
যেন ঘরে ফিরে যাওয়া মৌমাছি,
কত দেওয়া নেওয়া বাকি রয়ে গেছে,
হেরে যাওয়াতে ভালোলাগা আছে।
এরা হিসেব করেও দুঃস্বপ্ন দেখে,
প্রেম হাত পাতলেও সরিয়ে রাখে।
আর আমি তোমায় নিয়ে বাঁচি,
আজ তোমায় ভেবেই ভালো আছি।
Also, Check: